বাজেটে বিনা শর্তে করপোরেট কর হার আড়াই শতাংশ কমানোর দাবি বিসিআই’র

বিসিআই

বাজেটে বিনা শর্তে করপোরেট কর হার আড়াই শতাংশ কমানোর দাবি বিসিআই’র

অনলাইন ডেস্ক

দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে আসন্ন বাজেটে বিনা শর্তে করপোরেট কর হার আড়াই শতাংশ কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করার দাবি জানিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ-বিসিআই। একইসঙ্গে ব্যক্তি করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকায় উন্নীত করার দাবি জানিয়েছে সংগঠনটি। বুধবার (২৮ ফেব্রুয়ারি) এনবিআর কার্যালয়ে অনুষ্ঠিত প্রাকবাজেট আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরেন সংগঠনের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী।  

তিনি বলেন, মূল্যস্ফীতির চাপ, জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় ব্যবসার পরিচালন খরচ বেড়েছে।

বিপরীতে  উৎপাদন কমে গেছে। তাই স্থানীয় ব্যবসা উৎসাহিত করতে এবং দেশে বিনিয়োগ বাড়াতে করপোরেট কর হার সমন্বয় জরুরি।  

এ সময় ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের জন্য ন্যূনতম ৫ বছর কর অবকাশ দেওয়ার প্রস্তাব করে বিসিআই। অনুষ্ঠানে ব্যবসায়ীরা অভিযোগ করেন, কাস্টমস এর দীর্ঘসূত্রতায় পণ্য খালাসে বিলম্ব হয়, ফলে বাড়তি চার্জ গুনতে হয়।

জবাবে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ত্রুটিপূর্ণ কাগজ এবং সিঅ্যান্ডএফ এজেন্টের কারণেই কিছুটা দেরি হয়; যা থেকে বেরিয়ে আসতে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়নে কাজ করছে এনবিআর।  

এ সময় সংস্থার চেয়ারম্যান জানান, নতুন করদাতা বাড়াতে নিয়মিত কাজ করে যাচ্ছে এনবিআর।  

news24bd.tv/আইএএম