‘ষড়যন্ত্র’ শব্দে আমি বিরক্ত: ড. কামাল

ড. কামাল হোসেন।

‘ষড়যন্ত্র’ শব্দে আমি বিরক্ত: ড. কামাল

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়াটা কোনো রহস্য নয়। নির্বাচনে অংশ না নিলেও নিজের কাজ থেকে সরে যাবেন না বলে জানান তিনি।

শনিবার বেলা তিনটায় রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে জাতীয় ঐক্যফ্রন্টের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নির্বাচন না করাটা আজকের সিদ্ধান্ত নয়।

২০০৮ সালেও নির্বাচনে অংশ নেয়নি উল্লেখ করে তিনি বলেন, এখানে কোনো রকমের রহস্যের ব্যাপার নেই। আমার বয়স ৮০ বছর। আমার সমবয়সী যাঁরা বঙ্গবন্ধুর কেবিনেটে ছিলেন, তাঁদের মধ্যে শেষ ব্যক্তি আমিই বেঁচে আছি। এতগুলো যোগ্য ব্যক্তি রাজনীতি করে বেরিয়ে এসেছেন।
নেতৃত্বের কোনো ঘাটতি হবে না। কিন্তু আমি কাজ থেকে সরে যাচ্ছি না।

নির্বাচন না হওয়ার জন্য নানা রকম ষড়যন্ত্র চলছে, আওয়ামী লীগের নেতাদের এমন বক্তব্যের জবাবে কামাল হোসেন বলেন, ‘ষড়যন্ত্র’ শব্দে আমি বিরক্ত।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কাদের সিদ্দিকী, সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, জাফরুল্লাহ চৌধুরী, সুলতান মোহাম্মদ মনসুর, রেজা কিবরিয়া প্রমুখ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

সম্পর্কিত খবর