পার্বত্য চট্টগ্রামকে পৃথক করে দেখার সুযোগ নেই: মির্জা ফখরুল 

জন্মাষ্টমী উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন তারেক রহমান

পার্বত্য চট্টগ্রামকে পৃথক করে দেখার সুযোগ নেই: মির্জা ফখরুল 

অনলাইন ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পার্বত্য চট্টগ্রামকে পৃথক করে দেখার সুযোগ নেই। আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে জন্মাষ্টমী উপলক্ষে মতবিনিময় শেষে এই কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, সবাইকে সাথে নিয়েই বিএনপির রাজনীতি। সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় নাগরিক তদন্ত কমিশন গঠনের দাবি জানানো হলেও গত ১৫ বছরে একটি হামলারও বিচার হয়নি।

মির্জা ফখরুল বলেন, বিপ্লবকে ব্যর্থ করার জন্য পরিকল্পিত ষড়যন্ত্র চলছে।

জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, ধর্মীয় কারণে নয়, অবৈধ ক্ষমতার লোভেই হামলা হয়েছে।

এসময় তিনি বলেন, রাষ্ট্র কিংবা সমাজে আইনের শাসন থাকলে আমরা সবাই নিরাপদ হতাম, সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু কোন বিষয়ই নয়।

তিনি আরও উল্লেখ করেন, দেশের প্রতিটি নাগরিক যেদিন নিজের ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে পারেন সেদিনই প্রকৃত অধিকার স্থাপিত হবে।

news24bd.tv/SC