শঙ্কামুক্ত বাংলাদেশ, দুর্বল হচ্ছে 'মোখা'

শঙ্কামুক্ত বাংলাদেশ, দুর্বল হচ্ছে 'মোখা'

নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় মোখা ধীরে ধীরে দুর্বল হতে থাকায় বাংলাদেশ শঙ্কামুক্ত বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান। তবে মোখার কিছু অংশ সমুদ্রে থাকায় সমুদ্র এখনও উত্তাল রয়েছে বলেও জানান তিনি।

রোববার (১৪ মে) সন্ধ্যায় গণমাধ্যমে এ আবহাওয়াবিদ জানান, রাত ৯টা থেকে ১০টার দিকে কক্সবাজার ও চট্টগ্রামে ঘোষিত বিপদ সংকেত কমিয়ে দেয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ বর্তমানে ঘণ্টায় ১২০ থেকে ৩০ কিলোমিটারের মধ্যে রয়েছে।

এদিন দুপুরে আবহাওয়াবিদ মোহাম্মদ আসাদুর রহমান জানান, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে লণ্ডভণ্ড সেন্টমার্টিন দ্বীপ। সেখানে মোখা ঘণ্টায় ১৪৭ কিলোমিটার বেগে আঘাত হেনেছে। মোখা তাণ্ডবের সময়ে টেকনাফে বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ১১৫ কি.মি.। সেন্টমার্টিনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি জানান, মোখা মিয়ানমারে চলে গেলে কক্সবাজার-চট্টগ্রাম-বরিশাল বিভাগের নিম্নাঞ্চলের কিছু এলাকায় স্বাভাবিকের তুলনায় ৩-৫ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। তবে এখনও বিপদমুক্ত হয়নি টেকনাফ-সেন্টমার্টিন। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আবহাওয়া অফিস। মোখার প্রভাবে পাহাড়ি এলাকা বৃষ্টিপাত হবে। এখন এটি স্থলনিম্নচাপে পরিণত হয়েছে।

news24bd.tv/FA