আরব দেশগুলোতে রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা 

প্রতীকী ছবি

আরব দেশগুলোতে রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা 

অনলাইন ডেস্ক

পবিত্র রমজান মাস শুরু হওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কবে থেকে রমজান শুরু হবে তা নিয়ে এখন মুসলমানদের মধ্যে আলোচনা চলছে। ইতোমধ্যে আরব দেশগুলো কবে থেকে রোজা শুরু হতে পারে তার সম্ভব তারিখ জানিয়েছে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী আগামী ২৩ মার্চ থেকে রোজা শুরু হওয়ার কথা জানিয়েছে।

খবর গালফ নিউজ।  

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, ২২ মার্চ কিছু আরব দেশে চাঁদ দেখা যেতে পারে। সে অনুযায়ী ২৩ মার্চ থেকে আরব বিশ্বের কিছু দেশে পবিত্র রোজা শুরু হবে।  

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ সমাজ জানিয়েছে, আগামী ২৩ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হবে।

আর ২১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। এদিন হবে শুক্রবার।  

জ্যোতির্বিদ সমাজের প্রধান ইব্রাহিম আল জারওয়ান বলেন, ২৩ মার্চ বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে। আর ২১ এপ্রিল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।  

অন্যদিকে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতে রোজা শুরু হবে ২৪ মার্চ থেকে।  

news24bd.tv/AA