ফরিদপুরের সালথা উপজেলায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ঝুনাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তন্বী আক্তার (২৪) একই গ্রামের নূর ইসলাম নামের এক ব্যক্তির স্ত্রী ও একই উপজেলার খোয়াড় গ্রামের মনা মৃধার মেয়ে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে সালথা থানার পুলিশ।
এ ব্যাপারে গট্টি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার মো. পারভেজ মাতুব্বর বলেন, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে শুনেছি। বিস্তারিত জেনে আপনাকে জানাতে পারবো বলে জানান ওই ইউপি সদস্য।
তবে নিহতের পরিবারের দাবি, তাকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছে স্বামীর বাড়ির লোকজন। আমরা এ হত্যার বিচার চাই।
সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর আসল কারণ জানা যাবে।
news24bd/আজিজ