নিক্সন চৌধুরীসহ ৯৮ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা

মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী। ছবি: সংগৃহীত

নিক্সন চৌধুরীসহ ৯৮ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা

অনলাইন ডেস্ক

ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, ভাঙ্গা থানার ওসি মামুনসহ আওয়ামী লীগের ৯৮ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা হয়েছে। মামলায় আরও অজ্ঞাত ২০০-৩০০ জন অস্ত্রধারীকে আসামি করা হয়েছে।

গত বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর দ্রুতবিচার আদালতে মামলাটি দায়ের করেন ভাঙ্গা উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সাইদুর রহমান সিকদার মিঠু। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাসিম মাহমুদ মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন ফরিদপুরের সদ্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শাহদাত হোসেন, ভাঙ্গা উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান কাউসার ভূঁইয়া ও সাবেক চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান; ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সী; ভাঙ্গা পৌরসভার সাবেক মেয়র প্রার্থী ইসমাইল মুন্সী; উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফাইজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সোবাহান মুন্সী; সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মেহেদী পারভেজ চন্দন প্রমুখ।

মামলায় নিক্সন চৌধুরীসহ ওই ৯জনকে হুকুমের আসামি করা হয়েছে। এ ছাড়া সাবেক ওসির বিরুদ্ধে আনা হয়েছে গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ার অভিযোগ।

news24bd.tv/DHL