সাতক্ষীরায় দিশেহারা মৎস্য চাষীরা

Other

সাতক্ষীরায় গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে ভেসে গেছে ১৫ হাজার মৎস্য ঘেরের মাছ। মৎস্য চাষীরা জানান, করোনা মহামারীর এই সময়ে ব্যাংক ঋণ ও সমিতি থেকে কিস্তির টাকা তুলে মাছ চাষ করেছেন তারা। এখন লাভ তো দূরের কথা ঋণ পরিশোধের চিন্তায় দিশেহারা তারা।

সংশ্লিস্টরা বলছেন, মৎস্য খাতে ক্ষতি হয়েছে ৫৩ কোটি ৪৯ লাখ টাকা।

সাতক্ষীরায় গেল কয়েক দিনের বৃষ্টিপাতে এখনও তলিয়ে আছে ১৫ হাজার মৎস্য ঘের ও ছোট বড় পুকুর। তবে সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে আশাশুনি, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায়। এই তিন উপজেলায় ভেসে গেছে ৪৭ কোটি ৭৬ লাখ টাকার মাছ।  

এছাড়া সাতক্ষীরা সদর, তালা এবং দেবহাটার উপজেলার ১ হাজার ৯৯৭টি ঘের ভেসে গেছে।

যার ক্ষতির পরিমান ১১ কোটি ২৪ লাখ টাকা।

মৎস্য চাষীরা জানান, করোনা মহামারীর এই সময়ে ব্যাংক ঋণ ও সমিতি থেকে কিস্তির টাকা তুলে মাছ চাষ করেছেন তারা। এখন লাখ লাখ টাকার মাছ ভেসে যাওয়ায় ঋণ পরিশোধের চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্তরা।

এদিকে মৎস্য ঘের প্লাবিত হওয়ায় ঘের মালিকদের কাছে চিংড়ী পোনার পাওনা টাকা নিয়েও বিপাকে পড়েছে পোনা ব্যবসায়ীরা।

সংশ্লিস্টরা জানান, অতিবৃষ্টিতে সাতক্ষীরা জেলায় ৫৯ কোটি টাকার মাছ ভেসে গেছে।

লোকসান পুষিয়ে নিতে মৎস্যচাষীদের সব ধরনের আর্থিক সহায়তা করবে সরকার এমন প্রত্যাশা ক্ষতিগ্রস্তদের।

আরও পড়ুন:


মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু

ময়মনসিংহে আধা ঘণ্টা বন্ধ টিকা কার্যক্রম

বাংলাদেশ জলসীমা থেকে একটি ফিসিং ট্রলারসহ ভারতীয় ১৩ জেলে আটক


news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর