৫শ বিঘা জমিতে আম চাষ করে সফল নওগাঁর সাখাওয়াত

Other

৫শ’ বিঘা জমিতে আম চাষ করে সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত হয়ে উঠেছেন নওগাঁর সাখাওয়াত হাবিব। এরই মধ্যে দেড় কোটি টাকার আম বিক্রি হয়েছে। আরো দুই কোটি টাকা বিক্রির আশা করছেন তিনি। কৃষি কর্মকর্তারাও তাকে অনুকরণীয় উদ্যোক্তা হিসেবেই দেখছেন।

২০০৯ সালে যে বাগানের ব্যপ্তি ছিলো চার বিঘা, আজ তা ৫শ’ বিঘার বিশাল কর্মক্ষেত্র। এই বাগান নওগাঁর সাখাওয়াত হাবিবের। ২০১০ সালে তার বাগানে যুক্ত হয় ১৬ বিঘা, ২০২০ সালে আয়তন দাঁড়ায় ৩শ বিঘা। আম চাষে লাভের অংকটা বেশ ভালোই জানা আছে হাবিবের।

তাই বছর বছর শুধু বেড়েছে গাছের সংখ্যা।

চলতি মৌসুমে এই বাগানি এরইমধ্যে দেড় কোটি টাকার আম বিক্রি করেছেন। আরো ২ কোটি টাকা বিক্রির আশা তার।
বাগানটিতে শতাধিক বেকারের কাজ জুটেছে। অনেকে শুরু থেকেই যুক্ত আছেন এই উদ্যোগে।

কৃষি বিভাগ এই বাগানিকে সব ধরনের সহায়তা করে বলে জানান কর্মকর্তারা। চলতি বছর নওগাঁর বিভিন্ন উপজেলায় প্রায় ২৬ হাজার হেক্টর জমি আম চাষের আওতায় এসেছে।

আরও পড়ুন:


নরসিংদীর ইউপি চেয়ারম্যান কিশোরগঞ্জে নিহত

যাত্রাবাড়ীতে আগুন


news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর