চুলের যত্নে কফিতে গুরুত্ব

চুলের যত্নে কফিতে গুরুত্ব

অনলাইন ডেস্ক

চুলের যত্নে কফির কোন বিকল্প নেই। কফির হেয়ার প্যাক ব্যবহারের ফলে চুলের বৃদ্ধি বাড়ে।  

কফিতে আছে ক্যাফেইন এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা চুল পড়া কমিয়ে চুলকে রাখে ঝলমলে। এছাড়া, গবেষকরা বলছেন, কফির মধ্যে এমন কিছু ক্ষমতা আছে যা স্বাস্থ্যের জন্য ভালো।

প্রতিরোধ শক্তিতে বেশকিছু পরিবর্তন আনতে পারে কফি। মোটকথা, দৈনন্দিন জীবনে কফির ব্যবহার অপরিসীম।

চুলের যত্নে কফির হেয়ার প্যাক ব্যবহারের প্রণালী নিচে তুলে ধরা হলো-

এক টেবিল চামচ কফি পাউডারের সাথে ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে পেস্ট তৈরি করুন। চুলের গোড়ায় মিশ্রণটি ঘষে ঘষে লাগান।

আধা ঘণ্টাপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। এটি চুলের বৃদ্ধি দ্রুত করবে। পাশাপাশি চুলে নিয়ে আসবে ঝলমলে ভাব।

আরও পড়ুন:


আট চিকিৎসকের গবেষণাকে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষ, ফের রণক্ষেত্র ফিলিস্তিনের পশ্চিম তীর

ইউরো ফাইনালে রেফারি হয়ে ইতিহাসে নাম লেখাতে যাচ্ছেন যিনি!

শুভশ্রীকে কটাক্ষ, কী জবাব দিলেন ‘রাজ ঘরনি’!

চুল পড়া কমাতে সপ্তাহে দুইবার চুল ধুয়ে নিন কফির লিকার দিয়ে।

কফি পাউডারের সাথে নারকেল তেল অথবা অলিভ অয়েল মিশিয়ে গরম করে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় লাগান ঘষে ঘষে। এটি চুলের গোড়ার রক্ত সঞ্চালন বাড়াবে। ফলে চুল দ্রুত বাড়বে।

নিয়মিত ব্যবহারের কন্ডিশনারের সঙ্গে কফি পাউডার মিশিয়ে চুলের গোড়ায় ঘষে লাগান। এটি মাথার ত্বকের মরা চামড়া দূর করবে।  

news24bd.tv রিমু

এই রকম আরও টপিক