টাকার লোভে খুনের আসামি হয়ে তিন বছর ধরে বদলি সাজা ভোগ করছেন মিনু

Other

নাম ও চেহারার কোন মিল নেই তবুও চট্টগ্রামের কোতোয়ালী থানার এক হত্যা মামলায় চট্টগ্রাম আদালত থেকে যাবজ্জীবন সাজা মাথায় নিয়ে বিনা অপরাধে প্রায তিন বছর ধরে জেল খাটছেন মিনু।  

মিনুর আইনজীবী বলেন,প্রকৃত আসামি কুলসুম আক্তার কুলসুমীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে চট্টগ্রাম আদালতের অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলমের নির্দেশে এই মামলার নথি গেছে উচ্চ আদালতে। চট্টগ্রাম আদালতে একের পর এক এই রকম ঘটনায় হতাশ আইনজীবীরা।

 

২০০৬ সালের ৯ জুলাই চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জ এলাকায় মো্বাইল ফোন নিয়ে বিবাদের জেরে গার্মেন্টসকর্মী কোহিনুর বেগম খুন হয়। এ ঘটনায় ২০০৭ সালে মূল আসামি কুলসুমী গ্রেপ্তার হলেও ২০০৯ সালে জামিন পায। কিছু টাকা পাওয়ার আশায় ২০১৮ সালে ১২ই জুন চট্টগ্রাম আদালতে কুলসুমি আক্তার নামে আত্মসমর্পণ করেন তিন সন্তাননের জননী বিধবা মিনু। হত্যা মামলা হওয়ায় সাজা হয় যাবজ্জীবন।


হাটহাজারীতে পুলিশ-হেফাজত সংঘর্ষে নিহত ৪

ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাসে আগুন, ঝরে গেল ১৭ প্রাণ

'শিশু বক্তা' দীর্ঘদিন ধরেই গ্রেপ্তার হওয়ার চেষ্টা করছিলেন

সাকিবকে ধন্যবাদ আলোচনাটা শুরু করার জন্য


ঘটনা জানাজানি হওয়ার পর চট্টগ্রামের দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার নির্দেশে হাইকোর্টে পাঠানো হয়েছে এ মামলার নথি ।

আইনজ্ঞরা বলছেন ,এই রকম ঘটনা চট্টগ্রাম আদালতে আরো ঘটেছে। আসামির পাশাপাশি এ ঘটনায় যারা জড়িত তাদেরও কঠোর শাস্তি দিতে হবে।

তিন সন্তান রেখে পাঁচ বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যান মিনু স্বামী বাবুল। পরে পেটের দায়ে মানুষের কাছে হাত পাতেন মিনু। টাকার লোভে  খুনের আসামি হয়ে প্রায় তিন বছর ধরে বদলি সাজা ভোগ করছেন মিনু।

news24bd.tv / কামরুল