খালের ২০ বিঘা জমি উদ্ধার করেছে ঢাকা উত্তর সিটি কপোর্রেশন

খালের ২০ বিঘা জমি উদ্ধার করেছে ঢাকা উত্তর সিটি কপোর্রেশন

Other

কিউলেক্স মশা খুজঁতে গিয়ে খালের ২০ বিঘা জমি উদ্ধার করেছে ঢাকা উত্তর সিটি কপোর্রেশন। অভিযোগ আছে র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া গোল্ডেন মনির ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৪ নং ওয়াড কাউন্সির শফিকুল ইসলাম খালটি দখল করে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা করছিলো।

এমন অনিয়মের তদন্ত হচ্ছে জানিয়েছে ঢাকা উত্তর মেয়র বলেন, অভিযোগ প্রমানিত হলে সংশ্লিষ্ট কাউন্সিলর এর কাউন্সিলর পদ বাতিল করা হবে।  

গেল ১৬ মার্চ রাজধানীর উত্তরা ১১ নাম্বার সেক্টরের খিদিরখালে কিউলিক্স মশা নিধন অভিযান চালায় উত্তর সিটি করপোরেশন।

এসময় স্লুইচ গেট এলাকায় খাল দখল করে টাওয়ার ও হাসপাতালের সীমানা নির্মাণের অভিযোগ পান মেয়র আতিকুল ইসলাম।  


অভাব দুর হবে, বাড়বে ধন-সম্পদ যে আমলে

সংবাদ উপস্থাপনায় ও নাটকে রূপান্তরিত দুই নারী

করোনার ভ্যাকসিন গ্রহণে বাধা নেই ইসলামে

কমেন্টের কারণ নিয়ে যা বললেন কবীর চৌধুরী তন্ময়


খালের ২০ বিঘা জমি উদ্ধারে অভিযান পারিচালনা করা হয়। শুক্রবার খিদিরখালের নতুন খনন কাজের পরির্দশন করেন মেয়র। এসময় খাল দখলে জড়িত অভিযোগে ডিএনসিসি ৪৪ নং ওয়াড কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে বলে জানান তিনি।

 

অভিযোগ প্রমাণ হলে কাউন্সিললের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন মেয়র। এসময় সরেজমিন তদন্ত ছাড়া কাউকে প্লট বরাদ্ধ না দিতে সরকারি সেবা সংস্থাগুলোকে নির্দেশনা দেন আতিকুল ইসলাম।  
news24bd.tv আয়শা