মোবাইল ব্যাংকিং সেবার আওতায় নিবন্ধিত গ্রাহক সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি

মোবাইল ব্যাংকিং সেবার আওতায় নিবন্ধিত গ্রাহক সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি

Other

দেশে মোবাইল ব্যাংকিং সেবার আওতায় নিবন্ধিত গ্রাহক সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি। তবে বিপুল সংখ্যক এই গ্রাহকের সেবা দিতে বাজারে ১৫টি প্রতিষ্ঠানের সেবা চালু থাকলেও এখনো একচেটিয়া আধিপত্য হাতে গোনা দু একটি প্রতিষ্ঠানের কাছেই। যদিও ডাক বিভাগের নতুন সেবা- নগদ চালুর পর কিছুটা ভারসাম্য এসেছে। এক্ষেত্রে গ্রাহক স্বার্থ রক্ষায় ন্যায্যমূল্যে মান সম্পন্ন সেবা নিশ্চিত করতে; প্রতিযোগীতামূলক পরিবেশ তৈরির তাগিদ বিশ্লেষকদের।

  

news24bd.tv

দেশের ব্যাংকিং সেবার বাইরে থাকা প্রান্তিক জনগনকে সেবা দিতে এবং প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদে পৌছাতে ২০১০ সালে যাত্রা শুরু হয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস-এমএফএস কার্যক্রম। যা স্বস্তি এনে দিয়েছে গ্রাম কিংবা শহুরে নানা শ্রেণীর মানুষকে। করোনাকালে এই সেবার পরও নির্ভরতাও বেড়েছে কয়েকগুণ।


টিকা নেয়ার পর করোনা আক্রান্ত কাজী হায়াৎ, হাসপাতালে ভর্তি

১৫ বছরের ছেলের হাত ধরে পালালো তিন সন্তানের জননী

এবার নিহত আলাউদ্দিনের বিরুদ্ধে কাদের মির্জার অনুসারীর মামলা

শিরক থেকে বাঁচতে যে দোয়া পড়তে বলেছেন বিশ্বনবী


মোবাইল ব্যাংকিং বা এমএফএস সেবার আওতায় প্রতি দিনই যোগ হচ্ছে বিপুল সংখ্যক গ্রাহক।

বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, ১০ কোটিরও বেশি গ্রাহকের বিপরীতে এখন সেবা কার্যক্রম চালু রেখেছে ১৫ টি প্রতিষ্ঠান। যেখানে বিকাশ, রকেট আর সম্প্রতি চালু হওয়া ডাক বিভাগের সেবা নগদের নামই সামনে উঠে আসে। যদিও গ্রাহকের জন্য ক্যাশ আউট, ক্যাশ ইন কিংবা ইউটিলিটি বিল পরিশোধ; সবক্ষেত্রেই সবচেয়ে কম খরচে সেবা দিচ্ছে নগদ।

বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, এখন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দৈনিক লেনদেন হচ্ছে প্রায় সাড়ে ১৮শ কোটি টাকা। আর মাসিক লেনদেন ছাড়িয়েছে ৫৭ হাজার কোটি। আর্থিক অর্ন্তভুক্তির ক্ষেত্রে যা মাইলফলক হলেও ভোক্তা স্বার্থ রক্ষায় বাজারে প্রতিযোগীতার পরিবেশ নিশ্চিত করার তাগিদ বিশ্লেষকদের।

প্রতিযোগীতার বাজারে ডাক বিভাগের সেবা নগদের বয়স কম হলেও এরই মধ্যে গ্রাহক সংখ্যা প্রায় সাড়ে তিন কোটি। যার ৯২ শতাংশই ঘরে বসে হিসাব খুলেছেন। মোবাইল ব্যাংকিংয়ের এমন অর্ন্তভুক্তি গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করেছে বলে মনে করেন বিশ্লেষকরা।
news24bd.tv আয়শা