সব ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিয়ে নতুন জোট করার উদ্যোগ

সব ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিয়ে নতুন জোট করার উদ্যোগ

Other

সব ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিয়ে নতুন জোট করার উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দলের ঘনিষ্ট ইসলামিক দলগুলো। তরিকত ফেডারেশন চেয়ারম্যান সৈয়দ নাজিবুল বাশার জানান, তাদের জোটে কওমী, সুন্নী ও সুফি মতাদর্শের সব বড় দল যুক্ত থাকবে। আর গণতান্ত্রিক ইসলামিক পার্টির চেয়ারম্যান বলেছেন, জামায়াত ছাড়া সব ধর্মভিত্তিক দলকে স্বাগত জানাবেন তারা।

শুরুতে আওয়ামী লীগ মাঝে বিএনপি ২০১৪ সালের নির্বাচনের আগে তরিকত ফেডারেশনকে চৌদ্দ দলে যুক্ত করে সাংসদ হোন সৈয়দ নাজিবুল বাশার।

ধর্মীয় নানা বিষয়ে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে আলোচিত সাংসদ তিনি।


অভাব দুর হবে, বাড়বে ধন-সম্পদ যে আমলে

সংবাদ উপস্থাপনায় ও নাটকে রূপান্তরিত দুই নারী

করোনার ভ্যাকসিন গ্রহণে বাধা নেই ইসলামে

কমেন্টের কারণ নিয়ে যা বললেন কবীর চৌধুরী তন্ময়


বরাবরই দেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো আকিদা তথা আদর্শগত ভিন্নতায় বিপরীতমুখী অবস্থানে থাকে। নাজিবুল বাশার সেই অচলাবস্থা এবার কাটানোর উদ্যোগ নিয়েছেন। তিনি জানান, আগামী নির্বাচনকে টার্গেট করে কওমী মতাদর্শের দলগুলোর সাথে জোট করার উদ্যোগ অনেক দূর এগিয়েছে।

তবে বৃহত্তর জোট করার আগে ভাঙ্গনের মুখে পড়েছে তরিকত ফেডারেশন। দলের মহাসচিব এমএ আউয়াল দল ছেড়ে এখন গঠন করেছেন গণতান্ত্রিক ইসলামিক পার্টি। তিনি জানান, জোট নয় বরং র্দীঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে এগুতে চান তিনি।

সরকারে দলের সাথে ঘনিষ্ট দুই নেতাই এখনো জামায়াত নিষিদ্ধ না হওয়ায় ক্ষোভ জানান।

news24bd.tv আয়শা