কর্মক্ষেত্রে এবং উচ্চশিক্ষায় উপেক্ষিত মাতৃভাষা

কর্মক্ষেত্রে এবং উচ্চশিক্ষায় উপেক্ষিত মাতৃভাষা

Other

জীবনের বিনিময়ে বাংলা ভাষা আর মাতৃভাষার সূত্র ধরেই একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছে বাঙালি। কিন্তু স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পেরোলেও আজও কর্মক্ষেত্রে এবং উচ্চশিক্ষায় উপেক্ষিত মাতৃভাষা। এমনকি উদ্যোগের অভাবে আন্তর্জাতিক পরিমন্ডলেও জায়গা করতে পারেনি নিজ দেশের সৃজনশীল সাহিত্য, এমনটাই মন্তব্য করেন কবি মারুফ রায়হান।  

মায়ের মুখের ভাষার মর্যাদা রক্ষা করার পাশাপাশি, একটি স্বাধীন রাষ্ট্র পেতে, বাঙালি লড়াই করেছে বায়ান্ন থেকে একাত্তর।

স্বাধিকার আন্দোলনের এ দীর্ঘযাত্রায় জীবন উৎসর্গ করেছে অনেক মানুষ।  


যে কারণে দোয়া কবুল হয় না

দুনিয়ার শ্রেষ্ঠ ‌জুমার দিনে ‘সূরা কাহাফ’ তেলাওয়াতের ফজিলত

দুনিয়ার শ্রেষ্ঠ ‌`জুমার’ দিনে যা করবেন

প্রতিদিন সকালে যে দোয়া পড়তেন বিশ্বনবি


যে ভাষার জন্য এতো এতো আত্মদান, সেই ভাষাই আজ কর্মক্ষেত্রে উপেক্ষিত। উপেক্ষিত উচ্চশিক্ষার অগ্রযাত্রায়, এমনটাই মনে করেন কবি মারুফ রায়হান।

বিদেশী ভাষার সাহিত্য জানা হয়েছে এবং হচ্ছে অনেক।

কিন্তু কেবল উদ্যোগের অভাবেই নিজ দেশের সৃজনশীল ও মননশীল সাহিত্য জায়গা করতে পারেনি আন্তর্জাতিক পর্যায়ে। এমনটাই মত কবির।  

তরুণ প্রজন্মের উদ্দেশ্যে কবি মারুফ রায়হান বলেন, সর্বক্ষেত্রে মাতৃভাষাকেই স্থান দিতে হবে সবার আগে। তবেই মায়ের ভাষার মর্যাদা থাকবে অক্ষুন্ন।

news24bd.tv/আয়শা