বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, যুবলীগ নেতাসহ তিনজন রিমান্ডে

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, যুবলীগ নেতাসহ তিনজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ার কুমারখালী কয়া ইউনিয়নের কয়া মহাবিদ্যালয়ে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের নায়ক বিপ্লবী বাঘা যতীনের (যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়) ভাস্কর্য ভাঙচুরের মামলায় অভিযুক্ত তিন আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২১ ডিসেম্বর) আদালত এ রায় দেন।

এর আগে, গত ১৮ ডিসেম্বর বাঘা যতীনের ভাস্কর্যটা ভাঙচুর করা হয়। এ ঘটনায় কয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষের করা মামলায় শুক্রবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।


সৌদি আরবে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত

এবার চালকবিহীন যুদ্ধ হেলিকপ্টার তৈরি করল তুরস্ক

সাংবাদিকদের জন্য ইউএসএআইডির সিরিজ কর্মশালা


গ্রেপ্তাররা হলেন- ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিস, সবুজ হোসেন ও হৃদয় আহমেদ।

news24bd.tv নাজিম