২৮ ফেব্রুয়ারির মধ্যে টাকা পাচারকারীদের তথ্য জানাতে হবে: হাইকোর্ট

২৮ ফেব্রুয়ারির মধ্যে টাকা পাচারকারীদের তথ্য জানাতে হবে: হাইকোর্ট

হাবিবুল ইসলাম হাবিব

বিদেশে অর্থ পাচারকারীদের বিষয়ে পরবর্তী তথ্য জানাতে দুর্নীতি দমন কমিশন ও রাষ্ট্রপক্ষকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন হাইকোর্ট। অর্থ পাচার বিষয়ে দুদকসহ ৫ সংস্থার প্রতিবেদন দাখিলের পর বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। প্রতিবেদন পুরোনো থাকায় দুদকের প্রতি ক্ষোভও প্রকাশ করেন আদালত।

কানাডার বেগম পাড়ায় দেশের সরকারী কর্মকর্তাদের বাড়ি ঘরসহ সম্পদ গচ্ছিত রাখার খবর প্রকাশের পর হাইকোর্ট তাদের নাম ও সঠিক তথ্য জানতে চান।

বৃহষ্পতিবার সংশ্লিষ্ট সংস্থার প্রতিবেদন হাইকোর্টে উপস্থাপন করে দুদক। এতে ২৫ হাজার কোটি টাকা পাচারের তথ্য দেয়া হয়।

তবে অর্থপাচারকারীদের সঠিক কোন তথ্য দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত সময়ও বেধে দেন।

প্রতিবেদনে একশো অর্থপাচারকারীর নাম জমা দেয় দুদক। সংস্থার আইনজীবী জানান, পাচারকারীদের যে সংখ্যা জমা দেয়া হয়েছে তা আরো বাড়তে পারে। এর আগে গেল ২২ নভেম্বর হাইকোর্ট বিদেশে অর্থ পাচারকারীদের সব ধরনের তথ্য  চেয়ে রুল জারি করেন।

 


'আওয়ামী লীগের ছেলের সঙ্গে বিএনপির মেয়ের বিয়ে চিন্তাই করা যায় না'

আল্লামা শফীকে হত্যার অভিযোগ, মামুনুলসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা


news24bd.tv কামরুল