ঢাকা ও চট্টগ্রামে সংবাদ সম্মেলন

কাউন্সিল বন্ধের দাবি জানিয়েছেন হেফাজতের একাধিক নেতা

অনলাইন ডেস্ক

কাউন্সিল নিয়ে অস্থিরতা বাড়ছে হেফাজতে ইসলামে। প্রয়াত আমীর আল্লামা আহমদ শফিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অভিযোগ করে বিচার বিভাগীয় তদন্তের আহ্বান জানিয়েছে তার পরিবার।

একমত প্রকাশ করে ঢাকা ও চট্টগ্রামে সংবাদ সম্মেলন ডেকে কাউন্সিল বন্ধের আহ্বান জানিয়েছেন হেফাজতের একাধিক নেতা।  

অন্যদিকে, কাউন্সিল আয়োজনের পক্ষে সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলছেন, কয়েকজন নায়েবে আমীরকে আমন্ত্রন না জানানোর ইস্যু তুলে পরিস্থিতি ঘোলাটে করার পাঁয়তারা চলছে।

শেখ জায়েদকে সঙ্গে নিয়ে বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে।

আরও পড়ুন:


হেফাজতের নেতৃত্বে ব্যাপক পরিবর্তনের আভাস!

আল্লামা শফিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: পরিবার

হেফাজতের কাউন্সিল: হাটহাজারী মাদ্রাসায় অজ্ঞাত লিফলেট!


গেলো সেপ্টেম্বরে মারা যান হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী। এর দুইমাসের মাথায় স্পষ্ট হয়ে উঠলো সংগঠনটির অভ্যন্তরিণ দ্বন্দ।

অসুস্থ এবং বয়োবৃদ্ধ আল্লামা আহমদ শফীকে অবরুদ্ধ করে কার্যত হত্যা করা হয়েছে বলে চট্টগ্রামে  সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তার শ্যালক।

দাবি জানান, বিচার বিভাগীর তদন্তের।

আহমদ শফীর পরিবারের এই দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করে এদিন বিকেলে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরেন হেফাজতের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। কাউন্সিল আহ্বান এক তরফা এবং নিয়মতান্ত্রিক হয় নি বলেও অভিযোগ করা হয়।

যদিও হেফাজতের সাংগঠনিক সম্পাদক বলছেন কয়েকজন নায়েবে আমীরকে দাওয়াত না দেয়ার ইস্যু তুলে কাউন্সিল বন্ধে এসব করা হচ্ছে।

হেফাজতে ইসলামের রোববারের কাউন্সিল ডাকা হয়েছে বর্তমান মহাসচিব জুনায়েদ বাবুনগরীর নির্দেশে।

news24bd.tv কামরুল