শেখ রাসেলের জন্মদিনে বনানীর কবরস্থানে আ.লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা

শেখ রাসেলের জন্মদিনে বনানীর কবরস্থানে আ.লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর বনানী কবরস্থানে শেখ রাসেলের কবরে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

আওয়ামী লীগের সিনিয়র নেতাদের নিয়ে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্র লীগসহ সহযোগী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করে।


আরও পড়ুন: বেঁচে থাকলে শেখ রাসেলের বয়স হতো ৫৭


পরে কবরস্থান প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে ১৫ আগস্টে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কারবালার প্রান্তরের চেয়েও ভয়াবহ ছিল ১৫ আগস্টের হত্যাকাণ্ড। খুনীরা শেখ রাসেলকেও ছাড়েনি।

news24bd.tv আহমেদ