গণধর্ষণের দায় কার ? নিরুপনে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী ধর্ষণের ঘটনার দায় নিরূপণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট । বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্টের ভার্চ্যুয়াল বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে ওই আদেশ দেন। তিন সদস্যের কমিটি গঠন করে অনুসন্ধানের নির্দেশও দিয়েছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের আইনজীবী মেসবাহ উদ্দিন গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন আদলতের নজরে আনেন।

আজ মঙ্গলবার শুনানি করে আদালত রুল জারি করেন।

সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসককে কমিটিতে রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন: ছাত্রলীগের বেপরোয়া আচরণ প্রধানমন্ত্রীকে জানাবেন সিলেট মহানগর আ.লীগ সভাপতি

কমিটি আগামী ১৫ দিনের মধ্যে হাইকোর্টের রেজিস্ট্রার মারফতে প্রতিবেদন দেবে।

ধর্ষণের শিকার তরুণীকে রক্ষায় অবহেলা ও অছাত্রদের কলেজে অবস্থান বিষয়ে নীরবতায় অধ্যক্ষ ও হোস্টেল সুপারের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

শিক্ষাসচিব, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, এমসি কলেজের অধ্যক্ষ, হোস্টেল সুপারসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আগামী ১৮ই অক্টোবর পরবর্তী আদেশের জন্য দিন নির্ধারণ করেছেন আদালত।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর