রেশমাকে চাপা দেওয়া মাইক্রোবাস চালকের দোষ স্বীকার

রেশমাকে চাপা দেওয়া মাইক্রোবাস চালকের দোষ স্বীকার

অনলাইন ডেস্ক

তরুণ পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে চাপা দেওয়া মাইক্রোবাস চালক মো. দারুস সালাম দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। আজ রোববার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

দুদিনের রিমান্ড শেষে এ আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মোবারক।

এরপর জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।

গত ১৮ আগস্ট মোহাম্মদ নাঈম নামে এক চালককে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন নাঈমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২২ আগস্ট রিমান্ড শেষে নাঈমকে কারাগারে পাঠানো হয়েছে।

বর্তমানে নাঈম কারাগারে রয়েছে।

প্রসঙ্গত, গত ৭ আগস্ট রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন রত্না। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রত্মার দুলাভাই মো. মনিরুজ্জামান মামলাটি দায়ের করেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর