অডিট ভবনের সামনে অবস্থান নিয়েছে নন-ক্যাডার কর্মকর্তারা

ফাইল ছবি

অডিট ভবনের সামনে অবস্থান নিয়েছে নন-ক্যাডার কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক

অডিটর পদে দুই গ্রেডের বিদ্যমান বেতন বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলন করছেন দপ্তরটির নন-ক্যাডার কর্মকর্তারা। বেতন বৈষম্য নিরসনের দাবিতে রাজধানীর কাকরাইলে অডিট ভবনের সামনে সড়ক বন্ধ করে অবস্থান নিয়েছেন তারা।  

রোববার (২২ সেপ্টেম্বর), বৈষম্যবিরোধী কর্মকর্তা কর্মচারীদের ব্যানারে অডিট ভবনের ভেতর থেকে মিছিল নিয়ে বেরিয়ে আসেন আন্দোলনকারীরা। দুপুর সোয়া বারোটায় তারা এ মিছিল বের করেন।

 

এ সময় তারা জানান, 'অডিটর' পদটিকে ১১তম গ্রেড হতে ১০ম গ্রেডে উন্নীতকরণে আদালতের রায়, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন এবং ওই রায়ের পক্ষে  অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টার মতামত রয়েছে।  

কিন্তু এই সিদ্ধান্ত বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয় এবং সিএজি কার্যালয়ের কিছু ফ্যাসিস্ট কর্মকর্তা বাধা দিচ্ছেন। ফলে দ্রুত সমস্যা সমাধানে আদালতের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থানের অংশ হিসেবে নন-ক্যাডার কর্মকর্তারা সড়ক অবরোধ করেছেন।

news24bd.tv/এসএম

এই রকম আরও টপিক