৮০০ ইঁদুর মেরে ক্রেস্ট জয়

৮০০ ইঁদুর মেরে ক্রেস্ট জয়

অনলাইন ডেস্ক

বাঁশের কঞ্চি ও সুতা দিয়ে ফাঁদ তৈরি করে ৮০০ ইঁদুর মেরে পুরস্কৃত হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের বারোকোনা গ্রামের বাসিন্দা যোহান হাঁসদা।

 জনশ্রুতি আছে, ইঁদুর ধরতে তাঁর মতো পারদর্শী লোক পার্বতীপুরে খুব কমই আছেন। ইঁদুর মারার জন্য তিনি ব্যবহার করেন নিজস্ব কৌশল। প্রথমে বাঁশের কঞ্চি ও সুতা দিয়ে তৈরি করেন ফাঁদ।

ফাঁদে টোপ হিসেবে ব্যবহার করেন আলু।  আর এতেই কুপোকাত ইঁদুর।

চলতি বছরে নিজস্ব কৌশলে ফসলের জন্য ক্ষতিকর প্রায় ৮০০ ইঁদুর মেরেছেন তিনি। এই কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে পুরস্কৃত করেছে পার্বতীপুর উপজেলা পরিষদ।

পুরস্কার হিসেবে তাঁর হাতে পাঁচ হাজার টাকা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)