কেরোসিনের চুলা বিস্ফোরণে ৩ ছাত্রী দগ্ধ

স্টোভে তেল ঢালতে গিয়ে বিস্ফোরণ

কেরোসিনের চুলা বিস্ফোরণে ৩ ছাত্রী দগ্ধ

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়গাছা এলাকার একটি ছাত্রীনিবাসে কেরোসিন স্টোভ বিস্ফোরণে শামিমা, সানজিদা ও ফাতেমা নামে তিন ছাত্রী দগ্ধ হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কেরোসিন স্টোভে খিচুড়ি রান্নার সময় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকার শামিমা, লালপুর উপজেলার সালামপুর এলাকার সানজিদা ও ফাতেমা একই উপজেলার আব্দুলপুর এলাকার মেয়ে।

আহতরা নাটোর এন এস সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে শামিমা কেরোসিন স্টোভে খিচুড়ি রান্না করছিল। এ সময় তেল ফুরিয়ে যায়। পরে সানজিদা স্টোভে তেল ঢালার সময় বিস্ফোরণ ঘটে। এসময় তারা দুইজন দগ্ধ হন।

তাদের বাঁচাতে এসে ফাতেমা নামে অপর ছাত্রীও দগ্ধ হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে শামিমা ও সানজিদাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

(নিউজ টোয়েন্টিফোর/নাসিম/তৌহিদ)

সম্পর্কিত খবর