বিশ্ব গণতন্ত্র দিবসে নয়াপল্টনে বিএনপির সরব উপস্থিতি

বিশ্ব গণতন্ত্র দিবসে নয়াপল্টনে বিএনপির সরব উপস্থিতি

অনলাইন ডেস্ক

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির সমাবেশস্থল পরিপূর্ণ হয়েছে নেতাকর্মীদের সরব উপস্থিতিতে। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা।

মঞ্চে দেশাত্মবোধক এবং দলীয় সংগীত পরিবেশন করেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা।

নেতাকর্মীরা বলছেন, বাংলাদেশ যাতে আর স্বৈরতন্ত্রের কবলে না পড়ে, গণতন্ত্র সমুন্নত থাকে- সেই শপথ নিতে চান সমাবেশ থেকে।

এসময় নেতাকর্মীরা জানান, রাষ্ট্র পুনর্গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা নিয়ে ঘরে ফিরতে চান তারা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  

news24bd.tv/SC