আংশিক চন্দ্রগ্রহণ বুধবার

সংগৃহীত ছবি

আংশিক চন্দ্রগ্রহণ বুধবার

অনলাইন ডেস্ক

আগামী বুধবার এই বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে। এটি একটি আংশিক চন্দ্রগ্রহণ। তবে বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না।

রোববার (১৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা ৩৯ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। সকাল ৮টা ৪৪ মিনিটে গ্রহণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। গ্রহণ শেষ হবে সকাল ১০টা ৪৯ মিনিটে।

বাংলাদেশে দৃশ্যমান না হলেও এটি আ্যান্টার্কটিকা, পশ্চিম ভারত মহাসাগর, ইউরোপ, আটলান্টিক মহাসাগর এবং পলিনেশিয়া অঞ্চলে আংশিকভাবে দৃশ্যমান হবে।

প্রসঙ্গত, পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এলে চন্দ্রগ্রহণ হয়। সেই সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপরে পড়ে।

news24bd.tv/DHL

এই রকম আরও টপিক