পরীমনির ভারতে যেতে বাধা 

সংগৃহীত ছবি

পরীমনির ভারতে যেতে বাধা 

অনলাইন ডেস্ক

দেশের গন্ডি পেরিয়ে ওপার বাংলায় অভিষেক হয়েছে ঢালিউড অভিনেত্রী পরীমনির। নির্মাতা দেবরাজ সিনহা পরিচালিত 'ফেলুবকশি' সিনেমায় কাজ করছেন এই অভিনেত্রী। গত মার্চ-এপ্রিলে এই সিনেমার শুটিং শেষ হয়েছে। তবে এখনো বাকি আছে ডাবিং।

সেই কাজেই কলকাতায় যাওয়ার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু খুব শীঘ্রই কলকাতায় যেতে পারছেন না পরীমনি।  

ভিসা জটিলতায় ভারত যাওয়া আটকে আছে পরীমনির। পরীমনি বলেন, 'আমার আগের ভিসার মেয়াদ শেষ।

নতুন ভিসা পেতেও সমস্যা হচ্ছে। এখন কবে ভিসা পাব, কবে যেতে পারব, বুঝতে পারছি না। এটি আমার কলকাতার প্রথম সিনেমা। আমি চাই, দ্রুতই মুক্তি পাক সিনেমাটি। ' 

ফেলুবকশি বাদেও আরও একটি সিনেমায় যুক্ত হয়েছেন পরী। তবে এ সিনেমার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। কারণ হিসেবে তিনি বলেন, 'নতুন এই সিনেমার শুটিং বাংলাদেশেও হবে। থাকছেন জনপ্রিয় অভিনয়শিল্পীরা। যে কারণে আয়োজন করেই এই খবর জানানোর পরিকল্পনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। ' 

চলতি মাসের শেষ সপ্তাহে নির্মাতা অনম বিশ্বাসের ওয়েব সিরিজ 'রঙিলা কিতাব' স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেতে যাচ্ছে। সিরিজটিতে পরীকে দেখা যাবে সুপ্তি নামের চরিত্রে।  

news24bd.tv/এসএম 

এই রকম আরও টপিক