পুতিনের দুপুরের খাবার ট্রাম্প: হ্যারিস

সংগৃহীত ছবি

পুতিনের দুপুরের খাবার ট্রাম্প: হ্যারিস

অনলাইন ডেস্ক

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বিতর্কে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ উঠে এসেছে। এসময় ট্রাম্পের তথাকথিত রাশিয়ার পক্ষে থাকার নীতি নিয়ে কটাক্ষ করেছেন হ্যারিস।  

ইউক্রেন নিয়ে করা এক প্রশ্নে হ্যারিস বলেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে তার দৃঢ় সম্পর্ক রয়েছে। হ্যারিস ট্রাম্পকে আরও বলেন, আমাদের ন্যাটো মিত্ররা কৃতজ্ঞ যে আপনি আর প্রেসিডেন্ট নন।

নাহলে পুতিন কিয়েভে বসে তাকিয়ে থাকতেন ইউরোপের বাকি অংশের দিকে।

বিতর্কে পুতিনকে স্বৈরশাসক উল্লেখ করে হ্যারিস বলেন,  পুতিন একজন স্বৈরশাসক। রাশিয়ার প্রতি ট্রাম্পের কথিত সহনশীল মনোভবের জন্য তাকে কটাক্ষ করে হ্যারিস বলেন, পুতিন একজন স্বৈরশাসক, তিনি দুপুরের খাবারে আপনাকে খাবেন। "

এরপর ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হ্যারিস প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, হ্যারিস আক্রমণের আগে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা করে যুদ্ধ প্রতিরোধ করতে ব্যর্থ হন।

এসময় তিনি হ্যারিসকে ইতিহাসের সবচেয়ে খারাপ ভাইস-প্রেসিডেন্ট বলে অভিহিত করেন। সূত্র: বিবিসি

news24bd.tv/এসএম