ইউক্রেনে যুদ্ধ বন্ধ চান ট্রাম্প 

সংগৃহীত ছবি

 ইউক্রেনে যুদ্ধ বন্ধ চান ট্রাম্প 

অনলাইন ডেস্ক

প্রথমবারের মত বিতর্ক মঞ্চে মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। বাংলাদেশ সময়ে বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে ফিলাডেলফিয়ায় কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত বিতর্কে ট্রাম্প ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে চান বলে মন্তব্য করেন।  

যুদ্ধে ইউক্রেনের জয় চান কি না এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি চাই এই যুদ্ধ বন্ধ হোক। ’

এসময় তিনি রাসিয়া-ইউক্রেন যুদ্ধে ইউরোপের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

তিনি দাবি করেন,  ইউরোপ আমেরিকার তুলনায় এই যুদ্ধে অনেক কম অর্থ প্রদান করছে।

এছাড়া এসময় ইউক্রেন-রাশিয়ার প্রেসিডেন্টদের তিনি ভালো করে চেনেন বলে উল্লেখ করেন। সূত্র: সিএনএন 

news24bd.tv/এসএম