শ্রীপুরে বিভিন্ন দাবিতে লাঠিসোঁটা নিয়ে শ্রমিকদের বিক্ষোভ

শ্রীপুরে বিভিন্ন দাবিতে লাঠিসোঁটা নিয়ে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে বেতন বৃদ্ধি, হাজিরা বোনাস বৃদ্ধি ও শ্রমিক নির্যাতন বন্ধসহ বিভিন্ন দাবিতে লাঠিসোঁটা নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে বিক্ষোভ করছে ৫টি কারখানার কয়েক হাজার শ্রমিক। এ সময় শ্রমিকদের সঙ্গে স্থানীয়দের মারধর ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে।  

আজ  মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

এসরোটেক্স কারখানার শ্রমিক বলেন, আমরা সরকার ঘোষিত বেতনের দাবিতে আন্দোলন করছি। এগুলো বাস্তবায়ন হলে আমরা আন্দোলন করবো না। আমরা চাই আমাদের হাজিরা বোনাস বৃদ্ধি করতে। শ্রমিকদের উপর অন্যায় ভাবে নির্যাতন করে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

এগুলো বন্ধ করতে হবে। আজ প্রতিবাদ এর পাশাপাশি দাবি আদায় করতে লাঠিসোঁটা হাতে নিয়েছি।  

মেঘনা কারখানার শ্রমিকরা বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায়ের কথা বলতে এসেছি। কিন্তু এখানে কারখানা কর্তৃপক্ষ স্থানীয়দের ভাড়া করে আমাদের শ্রমিকদের সমানে পেটাচ্ছে। আমাদের কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হয়েছে। একজন নারী শ্রমিকের হাত ভেঙে দিয়েছে। একজন পুরুষ শ্রমিকের মাথা ফেটে গেছে। আমরা তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক হাসপাতালে পাঠিয়েছি।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, অনেক জায়গায় কারখানায় আন্দোলন হচ্ছে। আমরা চেষ্টা করছি এগুলো থামানোর জন। ওখানে পুলিশ পাঠানো হয়েছে।

news24bd.tv/কেআই