ইতালি দূতাবাসে আটকে থাকা পাসপোর্ট ফেরতের দাবিতে মানববন্ধন

ঢাকাস্থ ইতালিয়ান দূতাবাস। ফাইল ছবি

ইতালি দূতাবাসে আটকে থাকা পাসপোর্ট ফেরতের দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক

ইতালি দূতাবাসে আটকে থাকা পাসপোর্ট ফেরতের দাবিতে মানববন্ধন করছেন কর্মীরা। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে গুলশানের শাহাবুদ্দিন পার্কের সামনে মানববন্ধনে যোগ দেয় কয়েকশ ভিসা ও পাসপোর্ট প্রত্যাশী।

তারা অভিযোগ করে বলেন, মানববন্ধনে আসা অনেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাস করত। ইতালি যাওয়ার ইচ্ছায় তারা দেশে ফিরেছিল।

ইতালি থেকে স্পন্সর ভিসা নিয়ে ভিএফএস গ্লোবালের মাধ্যমে তারা ইতালি দূতাবাস বরাবর পাসপোর্ট জমা দেয়। কিন্তু দেড় থেকে দুই বছর পার হয়ে গেলেও তারা তাদের পাসপোর্ট ও ভিসা কোনোটাই পাননি। ফলে ইতালির ভিসা ও অন্যান্য দেশের ভিসার মেয়াদ শেষ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা।

ভুক্তভোগীরা দাবি করেন, ইতালি রাষ্ট্রদূত দ্রুত তাদের ইতালির ভিসা দিক, না হয় পাসপোর্ট ফেরত দিয়ে তাদের হয়রানি মুক্ত করুক।

news24bd.tv/DHL