আধিপত্য নিয়ে স্বেচ্ছাসেবক-যুবদলের সংঘর্ষ

আধিপত্য নিয়ে স্বেচ্ছাসেবক-যুবদলের সংঘর্ষ

অনলাইন ডেস্ক

এবার আধিপত্য বিস্তার ও পোস্টার লাগানো নিয়ে স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকার এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। এসময় কয়েকজন নেতাকর্মীর বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আধিপত্য বিস্তারের অংশ হিসেবে শুক্রবার রাতে রূপগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদের লোকজন উপজেলা যুবদলের সদস্য সচিব বাবুলের লাগানো পোস্টার ছিঁড়ে ফেলে।

পরে উপজেলা যুবদলের সদস্য সচিব বাবুলের নেতৃত্বে নেতাকর্মীরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদের একটি বাইকে আগুন দেয় এবং তার মালিকানাধীন একটি প্রাইভেটকারে ভাঙচুর চালায়।

পরে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষে হয়। এসময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসানের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট চালায়।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জুবায়ের হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক