মাথায় ইট পড়ে গুরুতর আহত বুয়েট শিক্ষার্থী, আইসিইউতে ভর্তি

মাথায় ইট পড়ে গুরুতর আহত বুয়েট শিক্ষার্থী, আইসিইউতে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পলাশীর মোড়ে নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে গুরুতর আহত হয়েছে তাওসিফ মাহির (২২) নামে বুয়েটের এক শিক্ষার্থী। চিকিৎসকেরা বলছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। এরপর তাকে নেওয়া হত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।

বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে তাকে।

মাহির বুয়েটের ডিপার্টমেন্ট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থী।

মাহিরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাইফ জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে নীলক্ষেত থেকে রিকশায় বুয়েটে আসার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণি কর্মচারীদের জন্য নির্মাণাধীন ১৮ তলা ভবন থেকে মাথায় ইট পড়ে গুরুতর জখম হয় ওই শিক্ষার্থী। পরে পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নতুন ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বুয়েটের এক শিক্ষার্থীকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়েছে। বর্তমানে সে আইসিইউতে চিকিৎসাধীন আছে। জানতে পেরেছি রিকশায় যাওয়ার সময় মাথায় ইট পড়ে আহত হয়েছে।

news24bd.tv/SHS