গ্রহণযোগ্য নির্বাচনে ইসিকে সংস্কারসহ পুনর্গঠনের দাবি আবদুস সালামের

গ্রহণযোগ্য নির্বাচনে ইসিকে সংস্কারসহ পুনর্গঠনের দাবি আবদুস সালামের

নিজস্ব প্রতিবেদক

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) সংস্কারসহ পুনর্গঠনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর পরামর্শ নিয়ে ঢালাওভাবে ইসি সাজাতে হবে। আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তারুণ্যের শক্তি কেন্দ্রীয় পরিষদ আয়োজিত ‘তারুণ্যের কণ্ঠে প্রতিরোধের এক মাস, গণহত্যার বিরুদ্ধে সমাবেশে’ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, পরাজিত শক্তি, আধিপত্য শক্তি চক্রান্ত করছে এখনও। সেখানে যেন পাড়া না দেই কেউ। শেখ হাসিনা পালিযেছে, কিন্তু তার সহকর্মীরা এখনো আছে।

তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ শক্তি পারে পরিবর্তন আনতে।

এই সরকারকে সমস্যা সমাধানে যতটুকু প্রয়োজন, ততটুকু সময় দিতে হবে। এই সরকারের মাধ্যমে সব সংস্কার হয়ে যাবে না। সরকারকেও তা ভাবতে হবে। তাই সবার সঙ্গে কথা বলতে হবে।

এসময় তিনি, বিগত সরকার যে ঋণের বোঝা জনগণের ওপর চাপিয়েছে, সেই বিদেশি ঋণ পরিশোধে পাঁচ বছর সময় মৌকুফের আহ্বান জানান। বর্তমান ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার সে বিষয়ে আন্তর্জাতিক মহলে উদ্যোগ নেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

news24bd.tv/SHS