ডলার এনডোর্সমেন্টের সীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

সংগৃহীত ছবি

পাসপোর্ট ছাড়া এনআইডি দিয়ে বৈদেশিক মুদ্রা ক্রয়ের অনুমোদন

ডলার এনডোর্সমেন্টের সীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

মানি এক্সচেঞ্জ হাউজে ডলার এনডোর্সমেন্টের সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এনডোর্সমেন্টের সীমা ১ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার ডলার করার বিষয়ে অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) গভর্নর ড. আহসান এইচ মনসুরের সাথে বৈঠক শেষে এ কথা জানান মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম জামান।

তিনি বলেন, এছাড়া এখন থেকে পাসপোর্ট ছাড়া এনআইডি দিয়েও বৈদেশিক মুদ্রা ক্রয় করার অনুমোদন হয়েছে।

আর আগের মতোই ব্যাংক যে দরে ডলার বিক্রি করবে তার সঙ্গে এক টাকা যোগ করে মানি এক্সচেঞ্জ হাউজগুলো বিক্রি করতে পারবে।

news24bd.tv/FA