শ্রমিক বিক্ষোভকে উস্কে দিচ্ছে বহিরাগতরা: আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শ্রমিক বিক্ষোভকে উস্কে দিচ্ছে বহিরাগতরা: আসিফ মাহমুদ

শাহানাজ বিশ্বাস

যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নানা ধরনের ষড়যন্ত্র করে শ্রমিক বিক্ষোভকে উস্কে দিচ্ছে বহিরাগতরা। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে সরকার। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

শ্রম উপদেষ্টা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে এই সরকার বদ্ধ পরিকর।

শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত দেয়ার জন্য মালিকদের বলা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, এখন পর্যন্ত সাভার, গাজীপুরের সব গার্মেন্ট খুলেনি।  অনেক শ্রমিক কাজে ফিরেনি। সেসব এলাকায় যৌথ বাহিনী কাজ করছে।

দুই একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।  

তিনি আরও বলেন, এখন ৭ কোটি ৩০ লাখ শ্রমিক রয়েছে দেশে। মজুরি বৃদ্ধি করতে গিয়ে কিছু শ্রমিক মামলার শিকার হয়েছিলেন ২০২৩ সালে। সেসব মামলা প্রত্যাহারের জন্য  আইন মন্ত্রনালয়কে বলা হয়েছে।  

শ্রম উপদেষ্টা আরও বলেন, জুট ব্যবসা দখলের নামে আনরেষ্ট তৈরি করছে কিছু রাজনৈতিক দল। তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে।

news24bd.tv/TR