গরমে সুস্থ থাকতে করণীয়

গরমে সুস্থ থাকতে করণীয়

অনলাইন ডেস্ক

সারাদেশে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। তবে এই সময়ের মধ্যেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে বেশ গরম পড়েছে। প্রচণ্ড গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন; বিশেষ করে শিশু ও বয়স্করা। এই সময়ে তাদের জন্য দরকার একটু বাড়তি যত্ন।

বিশেষজ্ঞরা বলছেন, এই সময়টাতে ঘাম বসে সর্দি-কাশি হতে পারে। কিছু বিষয় খেয়াল করলে আবহাওয়া পরিবর্তনজনিত রোগ সহজে প্রতিরোধ করা যায়।

এক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখবেন-

  • অতিরিক্ত গরমে ভারী কাপড় পরা থেকে যতটা সম্ভব বিরত থাকবেন। হালকা ও সুতি কাপড় এ সময় আরামদায়ক।
    পাশাপাশি ছাতা ব্যবহার করবেন।  
  • গরমে ঘামের সঙ্গে শরীর থেকে অতিরিক্ত লবণ বের হয়ে যায়। তাই বাইরে বের হলে সঙ্গে অবশ্যই পানি বা ফলের জুস রাখতে হবে। এগুলো পানিশূন্যতার হাত থেকে রক্ষা করবে।  
  • শিশুরা অনেক সময় পানি খেতে অনীহা প্রকাশ করে। সে ক্ষেত্রে স্যালাইন বা ফলের রস খাওয়াতে হবে।
  • এ সময় ত্বকে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের সংক্রমণ হতে পারে। তাই নিয়মিত ত্বক পরিষ্কার রাখতে হবে। গরম বেশি হলে দিনে দুবার গোসলের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
  • বয়স্করা খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে যাবেন না। মনে রাখতে হবে, বয়স বাড়ার সঙ্গে মানুষের রোগ প্রতিরোধক্ষমতাও কমে যায়। তাই এ সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়।
  • অতিরিক্ত গরমে যে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারে। সে ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

news24bd.tv/JP

এই রকম আরও টপিক