বানভাসী মানুষের ‘গলার কাঁটা’ বন্যার স্থায়িত্ব

বন্যা

বানভাসী মানুষের ‘গলার কাঁটা’ বন্যার স্থায়িত্ব

শফিকুজ্জামান রুবেল

বন্যার স্থায়িত্ব এখন গলার কাঁটা হয়েছে বানভাসী মানুষের। দিন গড়াচ্ছে আর বাড়ছে ঘর ধসে পড়ার শঙ্কা। বিশুদ্ধ পানি আর খাবার সংকটে নতুন যুদ্ধ বাসস্থান রক্ষা। এসব অনিশ্চয়তা নিয়েই এক একটি দিন পার করছেন বন্যাদুর্গত এলাকার বাসিন্দারা।

 

বানের জলে নারায়ণ চন্দ্র দাসের কাঁচা ঘরটির এক পাশ ধসে পড়েছে। পানির স্থায়িত্বে এখন নড়বড়ে বাড়ির খুঁটির জোর। আপন ঠিকানার দিকে তাকিয়ে তাই জীবনে টিকে থাকার ভাবনায় নারায়ণ চন্দ্র।

ধসে পড়া ঘর রক্ষায় যেন যুদ্ধ করছেন শায়না রানীও।

কপালে চিন্তার ভাঁজ-১৩ সদস্যদের পরিবার নিয়ে আবার না রাস্তায় বসতে হয়। সম্বল বলতে এখন শুধু ঘরটুকুই।

ফেনীর অধিকাংশ উপজেলায় বন্যার উন্নতি হলেও এখনো প্লাবিত দাগনভূ্ঞার গ্রামগুলো। ১৫ দিন পানিবন্দি লালপুরের জনপদে এখন ভয়াবহ বিশুদ্ধ পানির সংকট। ময়লা পানির বিষাক্ততায় সৃষ্টি হচ্ছে রোগবালাই।

বন্যার পানি কমছে ধীর গতিতে। যে কারণে এ অঞ্চলের বানভাসী মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুন।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক