সাবেক এক মন্ত্রী ও তিন সংসদ সদস্যের সম্পদ অনুসন্ধানে দুদক

সংগৃহীত ছবি

সাবেক এক মন্ত্রী ও তিন সংসদ সদস্যের সম্পদ অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সরকারের আরও এক মন্ত্রী এবং তিন সংসদ সদস্যর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। তাদের সবার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং টাকা পাচারের অভিযোগ রয়েছে।

অভিযোগ সংশ্লিষ্টরা হলেন, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান,  দিনাজপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম, মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও চুয়াডাঙ্গা ১ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান হক জোয়াদ্দার।

সাবেক মন্ত্রী আব্দুর রহমানের রিরুদ্ধে টাকা পাচার করে আমেরিকা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, সুইডেন এবং কানাডায় একাধিক বাড়ি ক্রয়ের অভিযোগ রয়েছে।

আর বাকি এমপিরা দেশে অনেক সম্পদের পাশাপাশি বিদেশেও টাকা পার করেছেন বলে প্রাথমিক তথ্য পেয়েছে দুদকের গোয়েন্দা দল।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক