যাদের দোয়া কবুল হয়

যাদের দোয়া কবুল হয়

 মো. আলী এরশাদ হোসেন আজাদ

প্রিয় নবী (সা.)-এর বাণীতে কতিপয় ব্যক্তিত্বের দোয়া কবুল হওয়ার সুসংবাদ পাওয়া যায়। প্রিয় নবী (সা.) বলেন, ‘তিন শ্রেণির মানুষের দোয়া কবুল হওয়া অবশ্যম্ভাবী : ক. পিতা-মাতার দোয়া, খ. মুসাফিরের দোয়া এবং গ. মজলুমের দোয়া। (আবু দাউদ)

এ ছাড়া অসুস্থজনের দোয়া কবুল হয়। অসুস্থজনকে ক্ষমা করা হয় ও মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়।

হাদিসে আছে, ‘কোনো অসুস্থ ব্যক্তির কাছে গেলে তার কাছে নিজের জন্য দোয়া চাওয়া। কেননা অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেশতাদের দোয়া বা মিনতি করার মতো। ’ (ইবনে মাজাহ)

অন্যদিকে অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করলে ওই দোয়া কবুল হয়, প্রিয় নবী (সা.) বলেন, ‘কোনো ব্যক্তি যদি তার কোনো ভাইয়ের জন্য তার পেছনে (অনুপস্থিতিতে) আল্লাহর কাছে প্রার্থনা করে, তবে ফেরেশতা ওই দোয়া কবুলের জন্য ‘আমিন’ বলেন। (কান্নাকাটি করে দোয়া করলে) নিজের জন্যও এ দোয়া কবুল হয়।

’ (মুসলিম)

 

এই রকম আরও টপিক