দৌড়ে সচিবালয় ছাড়লেন আনসার সদস্যরা

আনসার সদস্যরা পালিয়ে যান

দৌড়ে সচিবালয় ছাড়লেন আনসার সদস্যরা

অনলাইন ডেস্ক

ছাত্র-জনতার প্রতিরোধের মুখে ছত্রভঙ্গ হয়ে সচিবালয় ছেড়েছেন আনসার সদস্যরা। টানা ১০ ঘণ্টা কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ রাখার পর ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে সচিবালয় ছাড়েন তারা। রোববার (২৫ আগস্ট) রাতে সচিবালয়ের কয়েকটি গেটে সরেজমিন এ চিত্র দেখা যায়।  

সরেজমিনে দেখা যায়, প্রথমদিকে দুই পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া হলেও এক পর্যায়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

কিছু আনসার সদস্য সচিবালয়ের ভেতরে ও বাইরে বিভিন্ন জায়গায় আটকা পড়েন। তাঁরা শিক্ষার্থীদের প্রহরায় সচিবালয় এলাকা ছাড়ছিলেন। আহতদের রিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান শিক্ষার্থীরা।

এর আগে সচিবালয় এলাকায় শিক্ষার্থী ও আনসারদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে দুই পক্ষের কয়েকজন আহত হন। পরে শিক্ষার্থী ও পুলিশ আনসারদের ছত্রভঙ্গ করে দেয়। রাত সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী।

জানা যায়, সংঘর্ষে প্রায় ৪০ জন শিক্ষার্থী ও আনসার সদস্য আহত হয়েছেন।

এর আগে জাতীয়করণের এক দফা দাবিতে সকাল ১১টা থেকে সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে সচিবালয়কে কার্যত অকার্যকর রাখা হয়।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক