বিজিএমইএ সভাপতি কচির পদত্যাগ, দায়িত্বে এলেন খন্দকার রফিকুল

ফাইল ছবি

বিজিএমইএ সভাপতি কচির পদত্যাগ, দায়িত্বে এলেন খন্দকার রফিকুল

নিজস্ব প্রতিবেদক

গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কচি শনিবার (২৪ আগস্ট) পদত্যাগ করেছেন। এদিন বিজিএমইএ বোর্ড অবশিষ্ট মেয়াদ পূর্ণ করতে খন্দকার রফিকুলকে সভাপতি নির্বাচিত করে।

খন্দকার রফিকুল ইসলাম ডিজাইনটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। ২০২৪–২৬ মেয়াদের জন্য তাকে নির্বাচিত করা হয়।

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক জরুরি সভায় বিজিএমইএ বোর্ড টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব এবং উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফকে যথাক্রমে জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে।

পদত্যাগের বিষয়ে ব্যক্তিগত কারণ ও অসুস্থতার কথা উল্লেখ করেন মান্নান কচি। তবে বোর্ডে পরিচালক হিসেবে কাজ করবেন তিনি। অন্যদিকে গত নির্বাচনে রফিকুল ইসলাম তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠনটির জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক