শিবচরে মানসিক প্রতিবন্ধীকে হাতুরিপেটা, এলাকাবাসীর প্রতিবাদ

শিবচরে মানসিক প্রতিবন্ধীকে হাতুরিপেটা, এলাকাবাসীর প্রতিবাদ

মাদারীপুর প্রতিনিধি:

পূর্ব শত্রুতার জের ধরে মহিদুল ইসলাম (৪০) ওরফে ভুলু মাতুব্বর নামের এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে নির্মমভাবে হাতুরিপেটা করেছে একদল দুর্বৃত্ত। গত মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে মাদারীপুর জেলার শিবচর উপজেলার উৎরাইল হাটে এ ঘটনা ঘটে।  

গুরুতর অবস্থায় তাকে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

 

এদিকে এই ঘটনায় আহত মহিদুল ইসলামের ভাই জাহিদুল ইসলাম সবুজ বাদী হয়েছে ৯ জনের নাম উল্লেখ করে শিবচর থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে বলে শিবচর থানা পুলিশ জানিয়েছে। এদিকে এই ঘটনার প্রতিবাদ এবং দোষীদের  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে উৎরাইল নয়াবাজারে এক প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।

জানতে চাইলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, ‘মামলা দায়েরে পর আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনার পর জড়িতরা গা ঢাকা দিয়েছে। আশা করি দ্রুত আসামিদের গ্রেপ্তারে সক্ষম হবো। ’

news24bd.tv/কেআই