গণত্রাণ কর্মসূচি: দ্বিতীয় দিনের সংগ্রহ ৪০ লাখ

সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দ্বিতীয় দিনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি

গণত্রাণ কর্মসূচি: দ্বিতীয় দিনের সংগ্রহ ৪০ লাখ

অনলাইন ডেস্ক

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বেশ কয়েকটি জেলা। এতে দেশের ১৩টি জেলায় প্রায় ৫০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির।

দেশের এমন ক্রান্তিকালে বন্যাদুর্গতদের সহায়তায় গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে গণত্রাণ সংগ্রহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কেন্দ্রীয়ভাবে গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

গণত্রাণ সংগ্রহের দ্বিতীয় দিন শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত টিএসসিতে ৩৯ লক্ষ ৩৫ হাজার ২৭২ টাকা সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।  

ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ জানান, টিএসসিতে গণত্রাণ কর্মসূচি থেকে আজ বিকেল ৫ টা পর্যন্ত ঊণচল্লিশ লক্ষ পয়ত্রিশ হাজার দুইশত বাহাত্তর টাকা নগদ সংগ্রহ করা হয়েছে।

রাত ১০ টা পর্যন্ত অর্থ সংগ্রহ চলবে।

উল্লেখ্য, সমন্বয়ক আবু বাকের মজুমদার জানিয়েছেন, ত্রাণ সহায়তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ফান্ড উত্তোলনের জন্য বিকাশ, রকেট, নগদের মার্চেন্ট অ্যাকাউন্ট চালু করা হয়েছে। ০১৮৮৬৯৬৯৮৫৯ (রকেট লেনদেনের জন্য +৭) নম্বরে অর্থ সহায়তা দেওয়া যাবে।

news24bd.tv/JP