আনন্দমিছিলে ছাত্র হত্যা, সাবেক এমপি সাহাদারাসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

আনন্দমিছিলে ছাত্র হত্যা, সাবেক এমপি সাহাদারাসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর বগুড়ার সোনাতলায় আনন্দমিছিলে হামলায় স্কুল শিক্ষার্থী সাব্বির হোসেন নিহতের ঘটনায় সাবেক সংসদ সদস্যসহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

নিহত স্কুলছাত্রের বাবা শাহীন আলম বাদী হয়ে সোনাতলা থানায় মামলাটি করেন।

এ মামলায় আরও ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় হত্যার নির্দেশদাতা উল্লেখ করা হয়েছে বগুড়া-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নানকে।


 
বগুড়ার সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা জানান, গত ৫ আগস্ট বিকেলে সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুরে আনন্দ মিছিলে হামলায় স্কুলছাত্র সাব্বির নিহত হয়। সে গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা গ্রামের শাহীন আলমের ছেলে। সাব্বির গাবতলীর সুখানপুকুর বালক উচ্চবিদ্যালয়ের কারিগরি শাখার নবম শ্রেণির ছাত্র ছিল।
 
মামলার উল্লেখযোগ্য কয়েকজন আসামি হলেন, সাহাদারা মান্নানের ছোটভাই সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটন, সাহাদারার ছেলে সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মেদ সাখাওয়াত হোসেন, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার, দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিরঞ্জন চন্দ্র রায়, দিগদাইড় ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আরিফুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলীর সুখানপুকুর নতুনপাড়ার বাসিন্দা সাহানুর ইসলাম সাকিল।

news24bd.tv/কেআই