কারাবন্দীদের সাথে সাক্ষাতের বাধা কাটলো স্বজনদের

সংগৃহীত ছবি

কারাবন্দীদের সাথে সাক্ষাতের বাধা কাটলো স্বজনদের

নিজস্ব প্রতিবেদক

জেল বিধি মেনে কারাগারে বন্দীদের সাথে দেখা করতে পারবে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও আইনজীবীরা। এ আদেশ দিয়েছেন হাইকোর্ট।  

এর‌ আগে ২১ জুলাই, কারাবন্দীদের সুরক্ষায় প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর চ ধারায় বলা হয়, বন্দীদের সাথে দর্শনার্থীদের সাক্ষাৎকার সাময়িক স্থগিত করা হবে।

এই ধারাটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করে কয়েকজন আইনজীবী। পরে প্রজ্ঞাপনের এই ধারাটি স্থগিত করে এবং এ ধরণের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।

বুধবার (১৪ আগস্ট) বিচারপতি শেখ‌ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে বন্দীদের সাথে সাক্ষাতের বাঁধা কাটলো স্বজনদের।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক