ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের এমপি হোস্টেলে থাকা মালামাল বের করে নিয়ে যাওয়ার সময় আটকে দিয়েছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় সাবেক এমপি আনারের মেয়ে ডরিন বাসায় থাকা মালামাল নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় শিক্ষার্থীরা তাকে আটকে দেয়। পরে তারা সেনাবাহিনীকে খবর দেয়া হয়।
সেনাসদস্যরা জানান, সংসদ সচিবালয়ের অনুমতি নিয়ে এইসব মালামাল তারা নিয়ে যেতে পারবেন। সোমবারও এমপি হোস্টেলের বাসায় থাকা মালামাল নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলো আনারের পরিবারের সদস্যরা। তখনও তা আটকে দেয় শিক্ষার্থীরা।