স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে মুন্সীগঞ্জে বিক্ষোভ 

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে মুন্সীগঞ্জে বিক্ষোভ 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনের পদত্যাগ চেয়ে মুন্সীগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা যুবদল ও ছাত্রদল। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে শহরের খালইষ্ট এলাকা থেকে জেলা যুবদল ও ছাত্রদল যৌথ ভাবে একটি বিক্ষোভ মিছিল বের করে।  

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেট চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনের পদত্যাগ চেয়ে ও তার দেয়া আওয়ামী লীগকে পূর্ণ গঠন করুন বক্তব্যের সমালোচনা করা হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব মো. মাসুদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাশেম, শহর যুবদলের আহ্বায়ক মো. এনামুল হক সদস্য সচিব মো. রায়হান কবির, সাবেক ছাত্র নেতা মো. মোহসিন সহ জেলা ছাত্র ও যুবদলের নেতৃবৃন্দ।

news24bd.tv/কেআই