গাজায় অনেক বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে: হ্যারিস

সংগৃহীত ছবি

গাজায় অনেক বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে: হ্যারিস

অনলাইন ডেস্ক

শনিবার (১০ আগস্ট) গাজার একটি স্কুলে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়ায়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বিমান হামলায় বেসামরিক মানুষের প্রাণহানির নিন্দা জানিয়েছেন।

আবারও ফিলিস্তিনের একটি স্কুল ভবনে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের ওপর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল।

একটি হাসপাতালের পরিচালক বিবিসিকে জানিয়েছে, ভবনটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন যাদের মধ্যে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা ৪০ হাজারে পৌঁছালো।

এ বিষয়ে হ্যারিস জানিয়েছেন, ‘এখনও অনেক বেসামরিক মানুষকে হত্যা করা হয়েছে। ’

এদিকে ইসরায়েল সামরিক বাহিনীর এক মুখপাত্র বলছে ওই স্কুলটি হামাসকে সহযোগিতা করার কাজে ব্যবহার হচ্ছিল।

যদিও হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।  

নির্বাচনের প্রচার অভিযানে অ্যারিজোনায় গিয়ে বক্তৃতা দেওয়ার সময় হ্যারিস বলেন, ‘ইসরায়েলের অধিকার রয়েছে হামাসের পিছনে যাওয়ার কিন্তু বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ দায়িত্বও রয়েছে।

news24bd.tv/এসএম