মৌলভীবাজারে পাঁচ আগ্নেয়াস্ত্র উদ্ধার সেনাবাহিনীর

মৌলভীবাজারে দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা- ফাইল ছবি

মৌলভীবাজারে পাঁচ আগ্নেয়াস্ত্র উদ্ধার সেনাবাহিনীর

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে সেনাবাহিনীর সার্বিক তত্বাবধানে জেলার বিভিন্ন স্থান থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে দায়িত্বরত মেজর মির এক প্রেস কনফারেন্সকালে এ তথ্য জানান।

মৌলভীবাজারে নিয়োজিত সেনাবাহিনীর উদ্যোগে কর্মস্থলে ফিরেছেন পুলিশের সদস্যরা। শনিবার দুপুরে থেকে জেলার ৭টি থানায় কর্মস্থলে ইতিমধ্যে যোগদান করেছেন।

এতে জনমনে স্বস্তি ফিরলেও পুলিশ সদস্যদের মাঝে এখনও বিরাজ করছে উদ্বেগ ও আতঙ্ক।  

প্রেস ব্রিফিংয়ে মেজর মির বলেন, আমরা ও জনগণের সহযোগিতায় মৌলভীবাজারের বিভিন্ন স্থান থেকে ইতোমধ্যে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। সর্বক্ষেত্রে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, সকল থানায় পুলিশরা আসতে শুরু করেছে।

আশা করি খুব দ্রুত তারা জনগণের সেবায় নিয়োজিত হবে। ছাত্র ছাত্রীরা পুলিশের অনুপস্থিতিতে কাজ করছে। তাদের পাশে দাঁড়ানোসহ তিনি শান্তিপ্রিয় মৌলভীবাজারের জনগণের পাশে কাজ করার জন্য সকলের সহযোগিতা চান।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক